সেনাবাহিনীর নারী পাইলট হবেন তা কখনও ভাবেননি মেজর নাজিয়া
বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম নারী পাইলট মেজর নাজিয়া নুসরাত হোসেন, তিনি ২০০৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন।
বিবিসির বিশেষ আয়োজন ‘একশো নারী’র চতুর্থ মৌসুম চলছে। তারই অংশ হিসেবে আজ শুনুন প্রথমবারের মতো বাংলাদেশে মিলিটারি পাইলটের দায়িত্বে থাকা দু’জন নারী কর্মকর্তার একজন মেজর নাজিয়ার কথা।
বাংলাদেশ সেনাবাহিনীতে নারী সৈনিক ১৯০০ এবং নারী কর্মকর্তা ১০০০ জন। সেনাবাহিনীতে নারী কর্মকর্তা নিয়োগ শুরু হয় ২০০১ সাল থেকে এবং ২০১৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে নারী পাইলট কাজ করছে ।
মেজর নাজিয়া বলেছেন তাঁর সবসময় চ্যালেঞ্জিং কাজ পছন্দ হলেও কখনও ভাবেননি নারী পাইলট হবেন।
মন্তব্য চালু নেই