গণ বিশ্ববিদ্যালয়ে ফিদেল ক্যাস্ত্রো’কে নিয়ে স্মরণ সভা
গণ বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি; বৃহস্পতিবার গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফিদেল কাস্ত্রোর স্মরণ সভায় মন্ত্রী বলেন- কিউবার নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন এবং সেই দেশে প্রতি ছয়মাসে প্রার্থীকে জনগণের মুখোমুখি হতে হয় এবং আস্থা ভোট নিতে হয়। জনগণ ইচ্ছে করলে প্রার্থী প্রত্যাহার করতে পারেন। তাই কিউবা-ই সত্যিকারের গণতান্ত্রিক দেশ। সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়েও কিউবার গণতন্ত্র যে কোন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উদাহরণ হতে পারে বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বাংলাদেশের তরুণ সমাজের উদ্দেশ্যে মন্ত্রী বলেন- নতুন প্রজন্ম নতুন পৃথিবী গড়বে এটাই স্বাভাবিক। আর এই সংগ্রামকে এগিয়ে নিতে অবশ্যই তরুণ প্রজন্মকে ফিদেল কাস্ত্রো, নেলসন ম্যান্ডেলা ও ইয়াসির আরাফাতের মতো বিপ্লবীদের জানতে হবে। মন্ত্রী বলেন-আমার জানামতে গণ বিশ্ববিদ্যালয় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যারা ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদও জানান তিনি।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। তিনি বলেন- কিউবায় বিপ্লব পরবর্তী ফিদেল কাস্ত্রোর দীর্ঘ ৫০ বছরের শাসনব্যবস্থা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মোঃ দেলওয়ার হোসেন, রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী ও বাংলা বিভাগের শিক্ষক ড. রাহমান চৌধুরী বক্তব্য রাখেন। বক্তারা হার না মানা নেতা ফিদেল কাস্ত্রোর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ভূয়শী প্রশংসা করেন। সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ফিদেল কাস্ত্রোর একনিষ্ঠ সমর্থন ও ভূমিকাকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মন্তব্য চালু নেই