ধূমপান করেন? এই খবর পড়লে শিউরে উঠবেন

দিনে অনেকবার ধূমপান করেন? প্যাকেটের পর প্যাকেট জমে পাহাড় হচ্ছে ধীরে ধীরে? জোর করে ছাড়তে চাইছেন এই অভ্যেস৷ আর তাই দিনে একটা সিগারেটেই মন দিয়েছেন?

তাহলে জানিয়ে রাখি, এইসব করে কিন্তু বিশেষ ইতিবাচক ফল পাবেন না৷ কারণ এক রিসার্চ থেকে জানা গিয়েছে, বেশি ধূমপান করলে মৃত্যুর সম্ভাবনা যেখানে ৮৭শতাংশ, একটা সিগারেটে সেখানে মৃত্যুর সম্ভাবনা ৬৪শতাংশ৷

প্রসঙ্গত, ধূমপানে শ্বাস-প্রশ্বাসজনিত নানা অসুবিধা, ফুসফুসে সমস্যা, হৃদরোগ, বহু সমস্যাই দেখা দিতে পারে৷ তাই যাঁরা মনে করছেন, দিনে একটা সিগারেটে রাশ টানবেন, তাঁরা যে বিপদ থেকে মুক্ত হয়ে গেলেন, এরকম একেবারেই মনে করবেন না৷



মন্তব্য চালু নেই