মৃত্যু থেকে মাত্র ১৮ মিনিট দূরে ছিলেন মেসি ও তার দল!
ভাগ্যিস রক্ষা পেয়েছেন তারা! মৃত্যু থেকে মাত্র ১৮ মিনিট দূরে ছিলেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল। হিসাব করে এমনটাই জানা গেলো। ২৮শে নভেম্বর ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজ কলম্বিয়ায় বিধ্বস্ত হয়। কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো নিসিওনালের বিপক্ষে কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার পথে উড়োজাহাজের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। মর্মান্তিক ওই দুর্ঘটনায় শাপেকোয়েনসের ১৯ খেলোয়াড়সহ মোট ৭১ জন নিহত
হয়। ওই দুর্ঘটনার মাত্র সপ্তাহ দুয়েক আগে ১১ নভেম্বর লামিয়া কোম্পানির উড়োজাহাজটি ব্যবহার করেছিলেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনার ফুটবল দল ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে ওই উড়োজাহাজে করে দেশে ফেরেন। ওই সময় মেসিরা মৃত্যু থেকে মাত্র ১৮ মিনিট দূরে ছিলেন।
ওই উড়োজাহাজটি একবার পুরো জ্বালানি দিয়ে টানা ৪ ঘণ্টা ২২ মিনিট চলতে পারতো বলে জানা গেছে। ব্রাজিল থেকে কলম্বিয়ার পথে এই পরিমাণ পথ পাড়ি দেয়ার পর উড়োজাহাজের জ্বালানি শেষ হয়ে যায়। এতে শাপেকোয়েনসের খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজটি কলম্বিয়ার মেডেলিনে বিধ্বস্ত হয়।
ওই ঘটনার সপ্তাহ দুয়েক আগে লিওনেল মেসিরা ব্রাজিলের সাও পাওলো থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সে যায়। এই দুই শহরে উড়োজাহাজটির যাত্রাপথে সময় লাগে ৪ ঘণ্টা ৪ মিনিট। উড়োজাহাজে যে জ্বালানি ছিল তা দিয়ে আর মাত্র ১৮ মিনিট যেতে পারতো। মেসিরা বুয়েন্স এয়ার্সে না গিয়ে তার চেয়ে দূরের কোনো শহরে নামতে চাইলে ১৮ মিনিটের মাথায় উড়োজাহাজটির জ্বালানি শেষ হয়ে বিধ্বস্ত হতে পারতো।
মন্তব্য চালু নেই