ফেসবুককে পেছনে ফেলে সবচেয়ে জনপ্রিয় আইফোন অ্যাপ ‘স্ন্যাপচ্যাট’

টেক জায়ান্ট অ্যাপল ২০১৬ সালের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের তালিকা প্রকাশ করেছে। শীর্ষস্থানে আসা অ্যাপটি সবাইকে চমকে দিয়েছে। কেননা বেশ কয়েকবছর ধরে অ্যাপ স্টোরে ফেসবুক একাই রাজত্ব করছে।

অ্যাপল জানিয়েছে, ২০১৬ সালে বিনামূল্যে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপটি ইভান স্পিগেল এর ‘স্ন্যাপচ্যাট’ যা কিনা ফেসবুক, ইন্সটাগ্রাম এবং পোকেমন গো কে পেছনে ফেলেছে। বরাবর অ্যাপ স্টোরের শীর্ষ অবস্থানে থাকে ফেসবুক, ইন্সটাগ্রাম, গুগল ম্যাপস এবং ইউটিউব। এছাড়া ফেসবুকের মেসেজিং অ্যাপ ‘মেসেঞ্জার’ (বর্তমান অ্যাপ স্টোর রেটিং থ্রি স্টার) জনপ্রিয় পোকেমন গো কে তিন নাম্বারে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।

‘স্ন্যাপচ্যাট’ এর আগে ছিল এই তালিকার পাঁচ নাম্বারে।

অ্যাপ স্টোরের সেরা দশ অ্যাপের তালিকা-

১। স্ন্যাপচ্যাট

২। মেসেঞ্জার

৩। পোকেমন গো

৪। ইন্সটাগ্রাম

৫। ফেসবুক

৬। ইউটিউব

৭। গুগল ম্যাপস

৮। প্যানডোরা

৯। নেটফ্লিক্স

১০। স্পটিফাই মিউজিক

এছাড়াও অ্যাপল বছরের সেরা এডিটর পিক অ্যাপও প্রকাশ করেছে। এবং প্রিজমা এই তালিকায় প্রথমে রয়েছে।

সূত্রঃ ম্যাশেবল



মন্তব্য চালু নেই