ভাঙা আইশ্যাডো দিয়ে তৈরি করে ফেলুন পছন্দের লিপস্টিক
নারীদের অন্যতম মেকআপ অনুষঙ্গ হলো লিপস্টিক। পোশাকের রঙের সাথে মিলিয়ে লিপস্টিক ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন। কিন্তু সবসময় কি আর পোশাকের সাথে মানিয়ে লিপস্টিক পাওয়া যায়। যায় না, তাই তো? নারীদের আরেকটি পছন্দের মেকআপ হলো আইশ্যাডো। অনেক সময় আইশ্যাডো ভেঙে গুঁড়ো হয়ে যায়। তখন আর সেটি ব্যবহার করা যায় না।
এই ভাঙা আইশ্যাডো ফেলে না দিয়ে বরং এটার সাহায্যে তৈরি করে নিতে পারেন পছন্দের লিপস্টিক। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। ভাঙা আইশ্যাডো আর লিপ বাম দিয়ে পছন্দের লিপস্টিক তৈরির মজার পদ্ধতিটি শিখে নিই চলুন।
যেভাবে তৈরি করবেন:
১। প্রথমে ভাঙা আইশ্যাডো মিহি গুঁড়ো করে একটি পাত্র বা চামচে নিয়ে নিন।
২। এর সাথে লিপবাম অথবা ভ্যাসেলিন মিশিয়ে ফেলুন।
৩। এবার আইশ্যাডো গুঁড়ো এবং ভ্যাসেলিন খুব ভালো করে মিশিয়ে নিন।
৪। ব্যস তৈরি হয়ে গেল পছন্দের লিপস্টিক।
৫। এখন লিপ বা কনসিলার ব্রাশ দিয়ে এটি ঠোঁটে ব্যবহার করুন।
৬। যে কোনো আইশ্যাডো দিয়ে তৈরি করে নিতে পারেন পছন্দের শেডের লিপস্টিক।
তথ্যসূত্র: cosmopolitan.com
মন্তব্য চালু নেই