থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে চান সুন্দরবনে?

সুন্দরবনে একবার হলেও ঘুরে আসতে মন চায় আমাদের সবারই। বঙ্গোপসাগরের উপকূলে ম্যানগ্রোভ এই বনটি আমাদের অনন্য সম্পদ। অসংখ্য প্রজাতির পাখি, গাছগাছালি, হরিণ আর অন্যান্য প্রাণীর বিচরণে মুখরিত বনে হতে পারে আপনার ভ্রমণ। সুন্দরবনে প্যাকেজ ট্যুরের আয়োজন করছে অনলাইন ভ্রমণ দল ‘বাংলার অভিযাত্রী’। এই ভ্রমণ প্যাকেজে অংশ নিলে আপনার থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি বছরের প্রথম দিনটি কাটবে সুন্দরবন ভ্রমণেই। তাই পরিবার বা বন্ধুদের সাথে নিয়ে যারা নতুন বছরকে স্বাগত জানাতে চান একটু ভিন্ন আঙ্গিকে, তাঁরা দেখে নিতে পারেন বিস্তারিত।

যাত্রার তারিখ ও সময়: ২৯শে ডিসেম্বর রাত ৯ টা
ফেরার তারিখ ও সময়: ২রা জানুয়ারি সকাল ৭ টা
আসন সংখ্যা: ৪৮ জন

ভ্রমনের খরচ:
– জনপ্রতি ৯০০০ টাকা ।
– ভি আই পি কাপলরুম এটাচ বাথসহ নিতে চাইলে পড়বে (৮ টি রুম আছে) জনপ্রতি ৯৫০০ টাকা ।

শিশুদের জন্য:
– ২ থেকে ৭ বছরের শিশুর জন্য জনপ্রতি ৩৫০০ টাকা। (থাকা বাবা-মায়ের সাথে)
কেবিনে আলাদা সিট নিলে ৩৫০০ টাকা।
বাসে আলাদা সিট নিলে ১২০০ টাকা।
– বিদেশিদের জন্য অতিরিক্ত ৫২০০ টাকা দিতে হবে।

প্যাকেজের মধ্যে থাকছে:
– খুলনা যাওয়া-আসার নন এ/সি-বাস/ট্রেন এর টিকেট
– ২ রাত ৩ দিন শিপে থাকা
– প্রতিদিন দুই বেলা স্ন্যাক্স এবং ৩ বেলা মূল খাবার
– ট্রলারে করে ক্যানেল ক্রুইজিং
– সুন্দরবনে প্রবেশের পাস
– গাইড
– বন বিভাগ থেকে দুইজন সিকিউরিটি
– বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা
– খাবার পানি
– বার-বি-কিউ (১দিন)



মন্তব্য চালু নেই