সবার দৃষ্টি শামীম ওসমানের দিকে

কি বলবেন শামীম ওসমান? কার পক্ষে অবস্থান নেবেন তিনি। অপেক্ষায় নারায়ণগঞ্জ সিটিবাসী। সিলেট থেকে ফিরে আজ নিজের অবস্থান জানানোর কথা রয়েছে এমপি শামীম ওসমানের।

নাসিক নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার কথা থাকলেও শামীম ওসমান এ যাবৎ নিজের অবস্থান পরিস্কার করেন নি। দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মাঠেও নামেননি। ফলে তার ভূমিকা বার বার প্রশ্নবিদ্ধ হচ্ছে। নির্দেশ ছাড়া তার অনুসারী দলের নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করছে না। এমন প্রেক্ষাপটে শামীম ওসমান ৫ ডিসেম্বর পূণ্যভূমি সিলেটে যান মাজার জিয়ারত করতে। সিলেট থেকে ফিরেই নিজের ‘অবস্থান’ স্পষ্ট করে জানাবেন শামীম ওসমান।

নাসিক নির্বাচনে ডা. আইভীর পক্ষে কবে মাঠে নামবেন এবং তিনি কীভাবে নৌকার পক্ষে কাজ করবেন সেই লক্ষে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে বুধবার রাতে শহরের চাষাড়া রাইফেল ক্লাবে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শামীম ওসমানের।

সবার দৃষ্টি আপাতত সেই বৈঠকের দিকে। শামীম ওসমান কি সিদ্ধান্ত দিবেন সেখানে? আইভীর পক্ষে কাজ করতে বলবেন, নাকি অন্য ধরনের পরিকল্পনা করবেন।

শামীম ওসমানের পক্ষে তার এক সময়কার পিএস চন্দন শীল যিনি মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বটে ! গত সোমবার শহরের ২নং রেলগেটস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভায় চন্দন শীল এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান সিলেট হযরত শাহজালাল (রা:) ও শাহপরান (রা:) মাজার জিয়ারত করতে গিয়েছেন। দু’দিন পর তিনি নারায়ণগঞ্জ এসে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে কাজ করার স্পষ্ট নির্দেশনা দিবেন।

চন্দন শীল আরো বলেন, আব্দুল হাই, ভিপি বাদল, আনোয়ার হোসেন সর্বোপরী শামীম ওসমানের নেতৃত্বে নাসিক নির্বাচনে ঐক্যবদ্ধ আছি, আর ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রীকে নৌকা উপহার দিব।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রধান দুই প্রতিপক্ষ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য এবং দলীয় সংসদ সদস্য শামীম ওসমান দু’জনই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কড়া নজরদারিতে রয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে উপলক্ষ করে গণভবনে ডেকে এই দুই জনকে মিলিয়ে দিলেও উভয়ের মধ্যে থাকা মতবিরোধ কতখানি নিষ্পত্তি হয়েছে তা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দলীয় সভাপতি।



মন্তব্য চালু নেই