মেয়র মান্নানকে গ্রেপ্তার না করার আদেশ বহাল

গাজীপুরের মেয়র এম এ মান্নানকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া জেলগেটে গ্রেপ্তার না করার নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কোনো আদেশ দেননি। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকল।

আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও মান্নানের পক্ষে অ্যাডভোকেট আবু হানিফ শুনানি করেন।

অ্যাডভোকেট আবু হানিফ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এর গত ২৯ নভেম্বর সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হাইকোর্ট মেয়র মান্নানকে গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছিল। ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মান্নানের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবু হানিফ জানান, মুক্তির অপেক্ষায় থাকার পর তাঁকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এই গ্রেপ্তার দেখানোর বিষয়টি উল্লেখ করে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করা হয়েছে। ওই আবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ আদালত জামিন দেওয়ার পরেও যাতে তিনি বেরোতে না পারেন সে জন্য তাঁকে বারবার মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারার পুরোপুরি বাস্তবায়ন না করে মেয়র মান্নানকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রায় ২২টি মামলায় মেয়র মান্নান হাইকোর্ট থেকে জামিন পান।



মন্তব্য চালু নেই