অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিততে চায় পাকিস্তান

বাজে সময় পাড় করছে পাকিস্তান। অন্যদিকে অস্ট্রেলিয়াও। আর এটাকেই কাজে লাগিয়ে অজিদের ঘায়েল করার স্বপ্ন দেখছে কেউ কেউ। যেমন প্রথম এশিয়ার দল হিসেবে প্রতিপক্ষের মাটিতে পাকিস্তানের সিরিজ জয় করা পাকিস্তানের জন্য ‘আবশ্যক’ বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনুস। এটাকে তিনি ‘সুবর্ণ সুযোগ’ হিসেবেও মন্তব্য করেছেন।

তিনি বলেন, “অস্ট্রেলিয়া বর্তমানে দুর্বল ও কোনঠাসা দল। তাই এই সুযোগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয় করা উচিত। সিরিজ জয়ের এখনই ভালো সুযোগ তাদের। ”

অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত ১১টি সিরিজ খেলেছে পাকিস্তান। কিন্তু একটি সিরিজও জিততে পারেনি তারা। আসলে এশিয়ার কোন দলই অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত টেস্ট

সিরিজ জিততে পারেনি। তবে এবার অসিদের মাটিতে তাদের বিধ্বস্ত করে সিরিজ জয়ের মোক্ষম সুযোগ বলে মনে করেন পাকিস্তানের হয়ে ৮৭টি টেস্ট ও ২৬২টি ওয়ানডে খেলা ওয়াকার।

সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। সিরিজ হেরে যাওয়ায় র‌্যাংকিংয়ে ২ ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছে তারা। তবে নিউজিল্যান্ডের স্মৃতি ভুলে গিয়ে আসন্ন সিরিজে দলকে মনোযোগী হতে বললেন ৩৭৩টি টেস্ট ও ৪১৬টি ওয়ানডে উইকেটের মালিক ওয়াকার, “নিউজিল্যান্ডের মাটিতে কেমন পারফরমেন্স হয়েছে, এই নিয়ে বসে থাকার কোন প্রয়োজন নেই। নতুন করে আরেকটি সিরিজ শুরু হচ্ছে। কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, তা নিয়ে বেশি ভাবতে হবে। মাঠে নিজেদের শতভাগ ঢেলে দিতে হবে। আর তা করতে পারলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় সম্ভব হবে। ”

অস্ট্রেলিয়াকে ঘায়েল করার জন্য দক্ষিণ আফ্রিকার কাছ থেকে প্রেরণাও নিতে পারে পাকিস্তান বলে জানান ৪৫ বছর বয়সী ওয়াকার, “ঐ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমনত্মক ক্রিকেট খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই টেস্টে অসিদের কোন সুযোগই দেয়নি ডু-প্লেসিসের দল। ঠিক তেমনিভাবে আসন্ন সিরিজে প্রতিপক্ষকে চাপে রাখা হবে। ”

ব্রিসবেনে আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে বক্সিং-ডে টেস্ট খেলবে দু”দল। ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া সিডনি টেস্ট দিয়ে শেষ হবে তিন ম্যাচের সিরিজ। টেস্ট সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।



মন্তব্য চালু নেই