এই ফোন ব্যবহার করেন? তাহলে হোয়াটসঅ্যাপের মায়া ত্যাগ করুন

আপনার মোবাইল হ্যান্ডসেটটি কি পুরনো অপারেটিং সিস্টেমে চলে? দীর্ঘদিন আপডেট করা হয়নি? প্রশ্নগুলির উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে খুব শিগগিরই খোয়াতে চলেছেন হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এই অনলাইন মেসেঞ্জার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, পুরনো ডিভাইসে ইন্টারনেট থাকলেও সাপোর্ট করবে না হোয়াটসঅ্যাপ।

ফেসবুক অধীনস্ত হোয়াটসঅ্যাপ একটি ব্লগে জানিয়েছে, ২০০৯ সাল থেকে হোয়াটসঅ্যাপ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সফরটায় সাফল্যের খতিয়ান প্রচুর। স্মার্টফোনের ব্যবহার রোজ প্রতিদিন বাড়ছে। তাই আগামী ৭ বছরে আমাদের লক্ষ্য এই প্ল্যাটফর্মটাই। এবং ২০১৬ সালেই কয়েকটি ভার্সানে হোয়াটসঅ্যাপ তুলে নেয়া হচ্ছে। এই ভার্সানগুলিতে সাপোর্ট করবে না হোয়াটসঅ্যাপ।

যেসব ডিভাইস ও অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না, সেগুলি হল, নোকিয়া s40, নোকিয়া সিমবায়ান s60, অ্যান্ড্রয়েড 2.1 ও অ্যান্ড্রয়েড 2.2, উইন্ডোজ ফোন 7, iPhone 3GS/iOS 6 এবং ব্ল্যাকবেরি OS ও ব্ল্যাকবেরি ১০। সংস্থার দাবি, হোয়াটসঅ্যাপ ভবিষ্যতে যে ফিচারগুলি আপডেট করার পরিকল্পনা করছে, এই ডিভাইস ও অপারেটিং সিস্টেম গুলিতে ওই ফিচারগুলি সাপোর্ট করবে না।-এই সময়



মন্তব্য চালু নেই