অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’র টিজার মুক্তি পেল

নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’।
মুক্তির আগে শুরু হয়েছে চলচ্চিত্রটির প্রচারণা। তারই ধারাবাহিকতায় শনিবার মুক্তি পেল সিনেমাটির টিজার।

এই সিনেমায় অভিষেক ঘটছে ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়-এর।

কথাসাহিত্যিক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে নির্মীত সিনেমাটির ৫৫ সেকেন্ডের টিজারে দেখা গেলো প্রধান দুই চরিত্রের মনস্তাত্বিক টানাপোড়েন। কখনও দিশাহীন ভাবনা গন্তব্য খুঁজছেন, সহজ-সাধারন পরমব্রতর সঙ্গে সন্তান-সংসারের স্বপ্ন দেখছেন, কখনো ধর্ষণের হাত থেকে তাকে রক্ষা করতে গিয়ে খুন পর্যন্ত করছেন পরমব্রত। দুঃস্বপ্নের ভেতর ভাবনা দেখছেন তাকে টেনে হিঁচড়ে রক্তাত্ব করছে একদল আটপৌরে নারী।

নায়িকা ভাবনা বললেন, “আমার চরিত্রটির নাম নয়নতারা। তার সম্পর্কে এখনই কিছু বলতে চাই না। আমি চাই দর্শক হলে গিয়ে ছবিটি দেখার আগ পর্যন্ত এই কৌতুহলটুকু থাকুক।”
নিজের অভিনীত প্রথম চলচ্চিত্রের “টিজার মুক্তির পরপরই সহকর্মীদের কাছ থেকে অনেক প্রশংসা আসছে। অনেকেই ফেইসবুকে শেয়ার করছেন টিজারটি। কিন্তু সুস্থ্যধারার চলচ্চিত্র হিসেবে আমি চাই চলচ্চিত্রটির প্রচারণায় সবাই এগিয়ে আসুক। ঢাকাই ছবির দুর্দিনে ‘ভয়ংকর সুন্দর’-এর মতো চলচ্চিত্রের সাফল্য খুব প্রয়োজন,” বললেন তিনি।

নির্মাতাসূত্রে জানা যায়, সিনেমাটি শিগগিরই যাচ্ছে সেন্সরবোর্ডে। আসছে জানুয়ারী-ফেব্রুয়ারীতেই ‘ভয়ঙ্কর সুন্দর’ মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন নির্মাতা অনিমেষ আইচ। পাশাপাশি চলছে প্রচারণার প্রস্তুতি।
সিনেমাটির টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভি। বড়পর্দার পাশাপাশি নির্দিষ্ট সময় পরে আরটিভিতেও ‘ভয়ঙ্কর সুন্দর’ দেখতে পাবেন দর্শকরা।
‘ভয়ঙ্কর সুন্দর’-এ পরম-ভাবনা ছাড়াও আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, দিহান, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।



মন্তব্য চালু নেই