এই সেই আফিফ হোসেন ধ্রুব
অভিষিক্ত ম্যাচে ৫ উইকেট। তাও আবার বিশ্বের দুই সেরা ব্যাটসম্যান তামিম ও ক্রিস গেইলের উইকেট এই পাঁচ উইকেটের মধ্যে। আর এই অভাবনীয় কাজটাই এবার করে বসলেন আফিফ হোসেন ধ্রুব!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাজশাহী কিংসের হয়ে আসরের মাঝপথে নেমেই ডান-হাতি এই অফ স্পিনার চার ওভারে ২১ রান দিয়ে নিলেন পাঁচটা উইকেট। শেষ ওভারটা আবার ডাবল উইকেট-মেইডেন। এক কথায় স্রেফ অবিশ্বাস্য এক অভিষেক।
শ্রীলঙ্কায় এই ডিসেম্বরেই অনুষ্ঠিতব্য যুব এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য বিকেএসপিতে দু’সপ্তাহের ক্যাম্পে তিনটি অনুশীলন ম্যাচ খেলে বাংলাদেশ দল। সেখানে ধ্রুব প্রথম ম্যাচে দেড়শ রানের ইনিংস খেলেন। পরের ম্যাচে আবার সেঞ্চুরি, তৃতীয় ম্যাচে খেলেন সত্তরোর্ধ্ব ইনিংস।
টপঅর্ডারে ইনফর্ম একজন ব্যাটসম্যান দরকার ছিল রাজশাহীরও। তাই বিকেএসপির ছাত্র ধ্রুবকে চট্টগ্রাম যাওয়ার সময়ই দলভুক্ত করে নেয় রাজশাহী।
ব্যাট হাতে নিজেকে প্রমানের সুযোগ পাওয়ার আগেই, বল হাতে নিজেকে প্রমান করে দিলেন ধ্রুব!
মন্তব্য চালু নেই