৯০ মিনিটের সময় বার্সার হৃদয় ভাঙলেন রামোস

খেলা শেষের মাত্র ১ মিনিট আগেও এক গোলে এগিয়ে বার্সেলোনা। স্বাগতিক সমর্থকরা তাই উৎসবের অপেক্ষায়। মৌসুমের প্রথম এল ক্লাসিকো। যেকারণে উদযাপনেও বাড়তি প্রস্তুতি নিচ্ছিল কাতালান সমর্থকরা। কিন্তু তার সবই মাটি করে দিলেন সার্জিও রামোস। ৯০ মিনিটেই দুর্দান্ত এক গোল করেন তিনি। আর তাতেই ১-১ গোলের ড্রয়ে শেষ হয় মৌসুমের প্রথম এল ক্লাসিকো।

এল ক্লাসিকোতে রামোসের এটি চতুর্থ গোল। ২০০৭ সালের পর ন্যু ক্যাম্পে অবশ্য প্রথম।চলতি মৌসুমে লা লিগাতেও সবধরনের প্রতিযোগীতামূলক ম্যাচে চার গোল করেন রামোস। যা অন্য যে কোনো রক্ষণ সৈনিকের চেয়েও সেরা পারফরম্যান্স।

সার্জিও রামোস যে বড় ম্যাচের নায়ক, তার প্রমাণ আরও একবার দেখলো গোটা বিশ্ব। গত উয়েফা সুপার কাপেও অতিরিক্ত সময়ে (৯০+৩) গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনি। এর আগে ২০১৪ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল করে ত্রাতার ভূমিকা পালন করেন রিয়ালের এই অধিনায়ক।

দুই বছর আগের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে করা রামোসের সেই গোলটি এসেছিল লুকা মদ্রিচের সহায়তায়। কাকতালীয় হলেও শনিবার করা বার্সার বিপক্ষে গোলটিও এসেছে সেই লুকা মদরিচের বাড়িয়ে দেওয়া ফ্রি-কিক থেকেই! এই গোলের সৌজন্যেই টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকলো রিয়াল মাদ্রিদ। সেইসঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বিদের চেয়ে ছয় পয়েন্ট বেশি নিয়ে শিরোপা জয়ের লড়াইয়েও অনেকটা এগিয়ে গেলো রামোসের দল।



মন্তব্য চালু নেই