ব্যাটিং দানব গেইলকে আউট করে যা বললেন আফিফ
অভিষেক টি-টুয়েন্টি ম্যাচে পাঁচ উইকেটে নেওয়া আফিফ হোসেন ধ্রুব’র কাছে বোলিং নয় ব্যাটিংটাই প্রথম। শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ধ্রুব এমনটাই বললেন।
শ্রীলঙ্কায় এই ডিসেম্বরেই অনুষ্ঠিতব্য যুব এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য বিকেএসপিতে দু’সপ্তাহের ক্যাম্পে তিনটি অনুশীলন ম্যাচ খেলে বাংলাদেশ দল। সেখানে ধ্রুব প্রথম ম্যাচে দেড়শ রানের ইনিংস খেলেন। পরের ম্যাচে আবার সেঞ্চুরি, তৃতীয় ম্যাচে খেলেন সত্তরোর্ধ্ব ইনিংস।
তবে বোলিং নয় ধ্রুব’র সোজা জবাব, আমার কাছে ব্যাটিংটাই গুরুত্বপূর্ণ, বোলিং নয়।
বোলিংয়ে সাফল্যের কারণ হিসেবে ধ্রুব বললেন: অনুর্ধ্ব ১৯ এ ভালো করায় এখানে ডাক পেয়েছি। প্রথম বল করার সময় স্যামি ও মিরাজ ভাই বলেছিলেন জায়গায় বল ফেলতে। প্রথম ওভারে দুইটা চারের পর অবশ্যয় একটু ঘাবড়ে গিয়েছিলাম। মূলত জায়গায় বল ফেলানোর জন্য্ বোলিংয়ে সাফল্য পেয়েছি।
ক্রিস গেইলের বিপক্ষে বল করার অভিজ্ঞতা সম্পর্কে বলেন: স্বাভাবিক ছিলাম তবে উইকেট পেয়ে ভাল লেগেছে। নিজের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ধ্রুব বলেন: আমাদের এখানে ভালো বোলার ও ব্যাটসম্যান দুটোই রয়েছে।
ধ্রুবর বোলিংয়ের নৈপ্যুণের প্রশংসা করেছেন তার সঙ্গে সংবাদ সম্মেলনে আসা অলরাউন্ডার জেমস ফ্যাঙ্কলিন। তার ভাষ্য, প্রথম দুই বলে চার হওয়ার পর যেভাবে ও ঘুরে দাঁড়িয়েছে সত্যি অসাধারণ।
মন্তব্য চালু নেই