পরীক্ষা ভালো না হওয়ায় কীটনাশক খেয়ে আত্মহত্যা ছাত্রীর
পরীক্ষার ফল খারাপ হতে পারে। এই আশঙ্কা থেকেই আত্মহত্যার পথে হাঁটল একই পরিবারের তিন ছাত্রী। বিষক্রিয়ার প্রভাবে একজনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার হিরারামপুর গ্রামে। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, একই পরিবারের ওই তিন কিশোরী সম্পর্কে খুড়তুতো বোন। স্থানীয় তেতুলবেড়িয়া হাই স্কুলের ছাত্রী তিনজনের নাম হল কাশ্মীরা খাতুন, তাঞ্জিলা খাতুন এবং রুবীনা খাতুন। রুবীনা সপ্তম শ্রেণীর ছাত্রী, বাকি দুই জন পড়ছিল ষষ্ঠ শ্রেণীতে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে এই তিন জনেই লেখাপড়ায় আহামরি নয়। এই মুহূর্তে স্কুলের দ্বিবার্ষিক পরীক্ষা চলছে। শুক্রবার রাতে তিন কিশোরীকে বাড়িতে বকাবকি করা হয় লেখাপড়ার জন্য। শনিবার সকালে তিন বোনকে ঘুম থেকে ডাকতে গিয়েই দেখা যায় প্রত্যেকেই অচেতন অবস্থায় পড়ে রয়েছে এবং তাঁদের মুখ থেকে গ্যাঁজলা বের হচ্ছে। তড়িঘড়ি তিন বোনকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কাশ্মীরাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাকি দুই বোনের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
মন্তব্য চালু নেই