স্মার্ট ফোন বা ইন্টারনেট লাগবে না, এই কৌশলে টাকা পাঠাতে পারবেন যে কোনও ফোনে
ডিমানিটাইজেশনের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন, দেশে চালু হোক ক্যাশলেস ইকোনমি, অর্থাৎ নগদবিহীন অর্থব্যবস্থা। সেই ব্যবস্থাকে ফলপ্রসূ করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর অফিস থেকে ‘মাই মোবাইল, মাই ব্যাঙ্ক, মাই ওয়ালেট’ নামের একটি টুইট সিরিজ পোস্ট করা হয়েছে দিন কয়েক আগে। এই টুইটগুলোতে সাধারণ মানুষকে নগদ টাকা ছাড়াই আর্থিক লেনদেনের কিছু পন্থা বাতলে দেওয়া হয়েছে। সেরকমই একটি পন্থা হল আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি)। যাঁদের স্মার্টফোন বা মোবাইল ইন্টারনেটের সুবিধা নেই, তাঁরা এই পদ্ধতি অবলম্বনে দেশের যে কোনও প্রান্তে টাকা পাঠাতে পারবেন। কীভাবে কাজ করে এই ইউএসএসডি? আসুন, জেনে নিই।
যে কোনও মোবাইলে এই সুবিধা পাওয়া যায়। প্রথমে নিজের মোবাইল নম্বরটিকে লিঙ্ক করিয়ে নিন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। এরপর ফোন থেকে ডায়াল করুন *99#. নিজের ব্যাঙ্কের আইএইএসসি কোডের প্রথম তিনটি ডিজিট দিয়ে খুঁজে বার করুন নিজের ব্যাঙ্কটিকে। তারপর মেনু থেকে সিলেক্ট করুন ‘ফান্ড ট্রান্সফার-এমএমআইডি’ অপশনটি। যাঁকে টাকা পাঠাতে চান তাঁর মোবাইল নম্বর এবং এমএমআইডি দিন। টাকার অঙ্ক এবং আপনার এমপিআইএন বসিয়ে একটা স্পেস দিন এবং বসান আপনার অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি ডিজিট। এই পদ্ধতিতে কোনও স্মার্টফোন, এমনকী নেট কানেকশন ছাড়াই টাকার লেনদেন সম্ভব।
নগদ টাকা ছাড়া আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় রকমের সুবিধা করতে পারে এই ইউএসএসডি।
মন্তব্য চালু নেই