১৪ ফুট লম্বা বার্মিজ অজগরের পেটে ছিল তিনটি হরিণ!

বার্মিজ প্রজাতির ১৪ ফুট একটা অজগর সাপ যে এত ক্ষুধার্ত হতে পারে তা অনেকের কাছেই অবিশ্বাস্য। এ সাপটির পেটে পাওয়া গিয়েছে তিনটি হরিণ।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

সাপের পেটে এ ধরনের হরিণ বা এর দেহের আয়তনের তুলনায় যথেষ্ট বড় জীবজন্তু প্রায়ই পাওয়া যায়। তবে ঠিক কী কারণে পরপর তিনটি হরিণ গলাধঃকরণ করল সাপটি তা এক বিস্ময়। আর তাই বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের এভারগ্লেডস পার্কে প্রায় ১৪ ফুট লম্বা বার্মিজ প্রজাতির এ অজগর সাপটির সন্ধান পাওয়া যায়। এরপর গবেষকরা তা নিয়ে অনুসন্ধান শুরু করেন।

গবেষণাপত্রটির সহ-প্রধান লেখক স্কট বব্যাক। তিনি পেনসিলভানিয়ার ডিকিনসন কলেজের বায়োলজির অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি বলেন, সাপটির পেটে তিনটি হরিণের অস্তিত্ব পাওয়া গেছে। এটি প্রায় ৯০ দিন সময়ের মধ্যে বা আরও কাছাকাছি সময়ে সে খেয়েছে। আর সে হরিণগুলোর দেহের কিছু অংশ এখনও তার পেটে রয়ে গিয়েছে।

তিনি বলেন, একটি অজগর সাপ তিন মাসে তিনটি হরিণ যদি খেতে পারে তাহলে আমাদের জানা উচিত সেখানে এ ধরনের প্রাণী কতগুলো রয়েছে।

বার্মিজ অজগর মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার বার্মা অঞ্চলেরই প্রাণী। তবে অজ্ঞাত কারণে ১৯৯০ দশকে এটি যুক্তরাষ্ট্রের এভারগ্লেডস পার্কে চলে গিয়েছে। সাপটি এভারগ্লেডসে ১৮ ফুট পর্যন্ত লম্বা হতে দেখা গেছে। তবে এশিয়ায় এটি ২৬ ফুট পর্যন্ত লম্বা হতে দেখা যায়।

হরিণগুলোকে অজগরটি কিভাবে আক্রমণ করেছে তা এখনও পরিষ্কার নয়। তবে এটা অনুমান করা হয় যে, হরিণের খাবারের উৎসের কাছাকাছি স্থানে এটি ওত পেতে থাকে। এরপর সুযোগ বুঝে ঝাপিয়ে পড়ে শিকার ধরে।



মন্তব্য চালু নেই