রাবনের ১০ টি মাথা কেন? জানলে চমকে উঠবেন

রাবন আপনার কাছে নায়কই হন অথবা খলনায়ক, এটা তো ঠিক যে, তাঁর ১০ টা মাথা আপনার দিব্যি লাগে? সত্যিই। পূরাণ কত কত কল্পনার জন্ম দেয় আমাদের মনে। একজনের নাকি ১০টা মাথা! কিন্তু জানেন কী রাবনের কেন ১০টা মাথা?

পুরাণ অনুযায়ী এর একটি ব্যাখ্যা নিচে দেওয়া হল। তবে, যেহেতু বিষয়টা পুরাণ। তাই, এর ব্যাখ্যাও পাওয়া যায় অনেক। তারমধ্যেই সবথেকে বেশি প্রচলিত ব্যাখ্যাটি বরং জেনে নিন। পুরাণ অনুযায়ী রাবনের ১০টি মাথা আসলে মানুষের ১০টি খারাপ চারিত্রিক বৈশিষ্ঠ্যের প্রতীক। ১) অহংকার, ২) মোহ, ৩) অনুতাপ, ৪) ক্রোধ, ৫) ঘৃণা, ৬) ভয়, ৭) হিংসা, ৮) লোভ, ৯) কাম এবং, ১০) জড়তা। এই ১০টি চারিত্রিক বৈশিষ্ঠ্যের প্রতীক হিসেবেই রাবন দশানন।



মন্তব্য চালু নেই