রাণীনগরে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে উপজেলা বিএনপি ও যুবদলের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থাণীয় জেলা পরিষদ কাম কমিউনিটি অডিটোরিয়ামে উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল-ফারুক জেমসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক কেএম জাকির হোসেন, মেজবাউল হক লিটন, মোস্তাক হোসেন, এইচএম নয়ন খান লুলু, যুব দলের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোজাক্কিও হোসেন, গ্রাম সমবায় বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম,থানা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মুঞ্জর হোসেন ও যুব দলের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজ এ আলম প্রমুখ।সভায় বক্তারা স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।
মন্তব্য চালু নেই