দাফনের ৬৮ দিন পর জীবিত উদ্ধার যুবক!

মাগুরা প্রতিনিধিঃ দাফনের ৬৮ দিন পর হুমায়ুন কবির নামে এক যুবককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে যশোর থেকে তাকে উদ্ধার উদ্ধার করা হয়।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ১০ সেপ্টেম্বর মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামের আকমল হোসেনের ছেলে হুমায়ন কবির বাড়ি থেকে পালিয়ে যান। ২০ সেপ্টেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর গ্রামের মাঠ থেকে এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশটি তার ছেলের দাবি করে আকমল হোসেন বাড়িতে নিয়ে এসে দাফন করে।

পরের দিন শৈলকুপা থানায় ওই গ্রামের সুবোধ বসু, ঐশিক বসু, মন্দিরা বসু ও পলাশকে আসামি মামলা করেন আকমল হোসেন।

মামলার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে হুমায়ুনের বেঁচে থাকার তথ্য বেরিয়ে আসে। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। পুলিশ অভিযান চালিয়ে সোমবার বিকালে যশোরের একটি টেইলার্স থেকে উদ্ধার করা হয় হুমায়নকে। সন্ধ্যায় তার পিতা-মাতা ও স্থানীয় দুইজন জনপ্রতিনিধির কাছে তাকে হস্তান্তর করে।



মন্তব্য চালু নেই