বিয়েতে যা পরবেন যুবরাজের হবু স্ত্রী
দুদিন বাদেই ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ ও হ্যাজেল চিক বিয়ের পিঁড়িতে বতে যাচ্ছেন। চণ্ডীগড়ের এক গুরুদ্বারে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। বিয়ের দিন হ্যাজেল কী পোশাক পরবেন, কেমন হবে তার সাজগোজ সব আগে থেকেই ঠিক করা হয়েছে।
বিয়ের দিন কনে হ্যাজেল লাল ও সোনালি রঙের জরির কাজ করা সালোয়ার কামিজ পরবেন।
পোশাকটি যুবরাজের মা শবনম সিংহ উপহার হিসেবে দেবেন। পুত্রবধূর জন্য বেশ ভারী একটা রানিহারও পছন্দ করেছেন যুবরাজের মা।
বিয়ের দিন রাতে চণ্ডীগড়ে বিয়ের রিসেপশনের আয়োজন করা হয়েছে। রাতের অনুষ্ঠানের জন্য ফ্যাশন ডিজাইনার জে জে ভল্লার ডিজাইন করা পিচ ও সোনালি শিফন শাড়ি পরবেন হ্যাজেল। এরপর ৭ ডিসেম্বর দিল্লিতে আরও একটা রিসেপশনের আয়োজন করা হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
মন্তব্য চালু নেই