দরজা বন্ধ করে কেয়া যা করতেন!

বিজ্ঞাপনচিত্রের কেয়া এখন চলচ্চিত্রে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি সিলেটের শ্রীমঙ্গলে অবস্থান করছেন। সেখানে চলছে ‘মন শুধু তোমারই’ চলচ্চিত্রের শুটিং। কেয়ার বিপরীতে রয়েছেন নায়ক সায়মন।

গত সপ্তাহ থেকে সিলেটের শ্রীমঙ্গলে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে।

ছোটবেলার মজার ঘটনা জানতে চাইলে কেয়া বলেন, ‘ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল আমার প্রবল আগ্রহ। এ কারণে পরিবারের সবার অজান্তেই নিজের ঘরের দরজা বন্ধ করে শ্রীদেবী, মাধুরী, ঐশ্বরিয়াদের টিভিতে দেখে দেখে তাদের সঙ্গে নাচের তাল মিলাতাম। আমার নাচের শিক্ষক শ্রীদেবী, মাধুরী, ঐশ্বরিয়া। সরাসরি নয়, টিভিতে তাদের নাচের সঙ্গে আমি নিজেও নৃত্য করতাম। আমি আজ যেটুকু নাচতে পারি তা তাদের কল্যাণেই।’

মন শুধু তোমারই চলচ্চিত্রটি সম্পর্কে কেয়া বলেন, অনেক ভালো একটি কাজ হবে এটি। এখন গানের কাজ করছি। দর্শকরা আবারও আমাকে নতুনরূপে দেখতে পাবেন।

কেয়ার বর্তমান ব্যস্ততা জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে ব্যস্ত আছি পল্লী মালেক পরিচালিত ওয়ান থ্রি ফোর, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত তোমার প্রেমে পড়েছি, বাবুল রেজা পরিচালিত কাটা দাগ এবং লেলিন হায়দার পরিচালিত মিশন সিআইডির শুটিং নিয়ে।



মন্তব্য চালু নেই