বেরোবির সাক্ষাৎকার ও ইবির ভর্তি পরীক্ষা একই দিনে : বিপাকে উত্তীর্ণরা
এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১১৬-১৭ শিক্ষাবর্ষে উত্তীর্ণদের সাক্ষাৎকার ৪ ও ৫ ডিসেম্বর। আর ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) চলমান সেশনের ভর্তি পরীক্ষা ৪ হতে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এমতাবস্থায় বেরোবিতে সাক্ষাৎকারের জন্য উত্তীর্ণরা সিদ্ধান্তহীনতায় পড়ছে। বিপাকে পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বেরোবি ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এবং যারা এই সাক্ষাৎকারে অংশ নিতে অপরাগতা দেখাবে তারা পরবর্তীতে আর সাক্ষাৎকার দিতে পারবেন না। কিংবা ভর্তিও হতে পারবেন না। অপর দিকে ইবি সূত্রে জানা যায়,তাদের এ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বেরোবির ‘সি’ ইউনিটে মানবিক শাখা হতে ৫৫ মেরিট পজিশনে থাকা সায়েম সারওয়ার সরকার ক্ষোভ প্রকাশ করে জানান,‘আমি ইবিতেও ফরম তুলেছি। কিন্তু ওখানে আমার ৪ ও ৫ ডিসেম্বর পরীক্ষা আছে। আবার এখানে একই তারিখে সাক্ষাৎকার রয়েছে। এখন আমি নিশ্চিতও না যে বেরোবিতে টিকতে পারবো। এখন কি সিদ্ধান্ত নিবো বুঝতে পারছি না।’
তিনি আরো বলেন,‘ বেরোবি কর্তৃপক্ষের এই বিষয়টা দেখা উচিত ছিলো। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন বিষয়টি দ্রুত দেখেন।’
এ বিষযে রেজিস্ট্রার মোহাম্মদ ইব্রাহীম কবির বলেন,‘ আমরাতো অন্য কোন বিশ^বিদ্যালয়ের সাথে ম্যাচিং করে এটা করিনি, তাই শিক্ষার্থীরা কোনটা বেছে নিবেন সেটা ওনারাই ( শিক্ষার্থী) সিদ্ধান্ত নিবেন।’
তারা এখানে সাক্ষাৎকারের জন্য উত্তীর্ণ হযেছে তারাতো নিশ্চিত না যে এখানেই তারা চান্স পাবেন, এমন কথার জবাবে তিনি বলেন,‘ তাহলে সংশ্লিষ্ট অনুষদের ডিনদের সাথে ঐ (যাদের ইবিতে পরীক্ষা রয়েছে) শিক্ষার্থীদের কথা বলে নেয়া উচিত।’
এ বিষয়ে কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের সমন্বছশ অধ্যাপক ড. সাইদুল হক বলেন,‘ এটাতো সেন্ট্রাল সিদ্ধান্ত। তাই পরিবর্তন হওযার কোন সম্ভাবনা নাই।’
এ বিষয়ে জানতে এ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর উন নবীকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি কোন রেসপন্স করেননি।
মন্তব্য চালু নেই