অন্তঃসত্ত্বা অবস্থায় কি স্বপ্নে যৌনতা বেশি আসে?
চিকিৎসক এবং মনোবিদদের বক্তব্য, এটা একেবারেই স্বাভাবিক একটি বিষয়। কেন? এর ব্যাখ্যাও রয়েছে। বলা হচ্ছে, প্রেগন্যান্সির সময়ে স্তন এবং কুঁচকির মতো জায়গায় রক্ত চলাচল বেড়ে যায়। ফলে, এই সব এলাকাগুলি হয়ে ওঠে সংবেদনশীল।
এর সঙ্গে যুক্ত হয় ইসট্রোজেন লেভেল এবং ভ্যাজাইনাল সিক্রেশন বেড়ে যাওয়া। আর এরই যোগফল হল স্বপ্নে যৌনতার আনাগোনা।
মন্তব্য চালু নেই