মিশরের গর্ভে ৭০০০ বছরের প্রাচীন শহরের হদিস
মিশরের ইতিহাসে নতুন চমক৷ অন্তত সাত হাজার বছরের প্রাচীন এক শহরের সন্ধান পেয়েছেন গবেষকরা৷সেই শহরে রয়েছে এমন কয়েকটি সমাধি যা ইতিহাসের অনেক অজানা তথ্য তুলে ধরবে৷ ব্রিটিশ সংবাদপত্র ‘the guardian’ জানাচ্ছে এই খবর৷প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, এমন সব প্রমাণ মিলেছে যা থেকে মনে হয় প্রাচীন মিশরে গোড়ার দিকে শহরটি জমজমাট ছিল
৭০০০ বছরের বেশি প্রাচীন শহরটি রয়েছে নীল নদের পাশে অ্যাবিডস এলাকায়৷ এক মিশরীয় দেবী মন্দিরের সংলগ্ন এই শহরে বাড়িঘর, তখনকার মানুষের ব্যবহৃত জিনিসপত্র এবং বহু সমাধি মিলেছে৷ বিশেষজ্ঞদের দাবি, সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি তৈরি করতেন এমন ব্যক্তিদের কবর রয়েছে এই শহরে। অন্তত ১৫টি এমন সমাধি রয়েছে যাদের সামাজিক অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ৷
পর্যটক মহলে শহরটি ঘিরে আগ্রহ বাড়ছে৷ স্থানীয় পর্যটন সংস্থাগুলি নতুন স্থানটি দেখাতে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে৷ ২০১১ সালে গণঅভ্যুত্থানে মিশরের ক্ষমতা থেকে সরতে হয় একনায়ক হোসনি মুবারককে৷ তার পর থেকে লাগাতার আন্দোলন ও অস্থির অবস্থা চলেছে মিশরে৷ এতে ক্ষতি হয়েছে পর্যটন শিল্পের৷
মন্তব্য চালু নেই