আবারো টপলেস ম্যাডোনা
পপ গায়িকা ম্যাডোনা দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে। তাই একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্যে টপলেস হয়ে ছবি তুলে আবারো আলোচনায় আসলেন এই তারকা।
সম্প্রতি একটি আমেরিকান ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যার প্রচ্ছদের মডেল হয়েছেন ম্যাডোনা। আর এই ফটোশ্যুটে আবারো টপরেস হয়ে ধরা দিয়েছেন ৫৬ বছর বয়সি এই শিল্পী। ম্যাগাজিনটিতে তার একটি সাক্ষাতৎকারও ছাপা হয়েছে। যেখানে নিজের মাদকাসক্তি সম্পর্কে খোলামেলা কথা বলেছেন।
সাক্ষাৎকারে ম্যাডোনা বলেন, ‘মায়ের আকস্মিক মৃত্যুতে আমি মৃত্যু চেতনায় আসক্ত হয়ে পড়েছিলাম। তাই মাদকেই আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিলাম।’
তিনি আরো বলেন, ‘চেতনার কোনো উচ্চ স্তরে বা ঈশ্বরের কাছে পৌঁছানোর কথা ভেবে মানুষ মাদক গ্রহণ করে। এটা সম্পূর্ণ ভুল ধারনা। আর এই ধারণার কারণেই মাদক আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয় । তাই আমি পুরোপুরি ভাবে মাদকগ্রহণ ত্যাগ করেছি।’
উল্লেখ্য, ম্যাগাজিনের প্রচ্ছদের জন্যে ম্যাডোনার ছবি তুলেছেন বিখ্যাত আলোকচিত্রী মার্ট আলাস এবং মার্কাস পিগোট ।
মন্তব্য চালু নেই