তারা সোনার চেয়ে দামী!

গত রোববার লন্ডনে জড়ো হয়েছিল পৃথিবীর বাছা বাছা মডেলরা। ভিক্টোরিয়া সিক্রেট ফ্যাশন শোতে তাদের একসঙ্গে দেখা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন ধনী মডেল এক হয়েছিলেন সেখানে। এরা প্রত্যেকেই দামী মডেল। সুন্দর শরীরের জন্য এদের একেক জনের দাম আকাশ ছোঁয়া।

দামের ক্ষেত্রে শীর্ষে থাকা মডেল ডটজেন ক্রোয়েস ও আদ্রিয়ানা লিমার বার্ষিক আয় ৮ মিলিয়ন ডলার।

ডটজেন ক্রোয়েসের বয়স ২৯ বছর আর তিনি দুই সন্তানের মা। ব্রাজিলিয়ান লিমার বয়স ৩৩।

অন্যরাও কম নন। শুধু শরীর দিয়ে গড়পড়তা তাদের বেশিরভাগেরই বাৎসরিক আয় তাদের নিজের ওজনের সোনার চেয়ে বেশি।

model-4 তারা সোনার চেয়ে দামী!model তারা সোনার চেয়ে দামী!model-2 তারা সোনার চেয়ে দামী!



মন্তব্য চালু নেই