বেরোবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

বেরোবি প্রতিনিধি : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষার সকল ইউনিটের ফলাফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত ৬ টি অনুষদের ইউনিট ভিত্তিক পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে। ফলাফল সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, এ বছর ৬টি অনুষদভুক্ত ২১ টি বিভাগে ১২শত ৩০ টি আসনের বিপরীতে ৬১ হাজার ৫৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন করে। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা গত ১৩ নভেম্বর শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হয়।



মন্তব্য চালু নেই