মাগুরায় অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা শহরের দরি মাগুরা ছানার বটতলা এলাকায় একটি বাড়ির ময়লার ভাগাড় থেকে আজ সোমবার দুপুরে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা সদর থানার ওসি একেএম আজমল হুদা জানান- এলাকাবাসীর খবরের ভিত্তিতে বিকাল তিনটার দিকে পুলিশ জনৈক নিমাই সাহার পুরাতন বাড়ির পেছনে একটি ময়লার ভাগার থেকে অজ্ঞাত নারীর গলিত মৃতদেহ উদ্ধার করে। তবে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহটি অন্তত দুই সপ্তাহ আগের বলে তার ধারণা। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই বাড়ির মালিক নিমাই সাহা জানান- বেশ কয়েক বছর আগে থেকে পৈত্রিক বাড়িটি তারা ভাড়া দিয়ে নতুন বাজারের এলাকার বাড়িতে বসবাস করছেন।দুপুরের বাড়ির ভাড়াটেদের লোকজন কলপাড়ের পেছনের দিকের ময়লার ভাগাড় পরিস্কার করতে যায়। সেখানে কোদাল দিয়ে ময়লা সরালে তীব্র দূর্গন্ধ ও মানুষের লাশ দেখতে পায় তারা। এ সময় তারা পুলিশে খবর দেয় তারা।



মন্তব্য চালু নেই