মডেলের অভিযোগে গ্রেপ্তার হলেন অভিনেতা
ভারতীয় মডেল ঐশ্বরিয়া চৌবের লিখিত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা এজাজ খানকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
চলতি বছরের জুন মাসে সাবেক বিগ বস প্রতিযোগী এজাজ খান ২৫ বছর বয়সি মডেল ঐশ্বরিয়াকে হোয়াটসঅ্যাপে নোংরা মেসেজ পাঠান ও যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। তারপর এই মডেল এজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। যদিও এজাজ তখন নিজেকে নির্দোষ দাবি করেন।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই মডেলের অভিযোগের ভিত্তিতে এজাজ খানকে গ্রেপ্তার করেন ভারতের মালবানি থানা পুলিশ।
ঐশ্বরিয়া অভিযোগ করেন, এজাজ খান তাকে জুহু হোটেল যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় এবং আপত্তিকর একটি ছবি পাঠায়। যা পরবর্তীতে তিনি ডিলিট করে দেন।
এ মামলার দায়িত্বরত পুলিশ অফিসার বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির তথ্য প্রযুক্তি আইনের পৃথক বিভাগে ৫০৯ (কথা, অঙ্গভঙ্গি, নারীকে প্রকাশ্যে অপমান), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান) ধারায় মামলাটি অন্তর্ভুক্ত করেছি।’
পুলিশ এ মামলার আরো তদন্ত করছেন। গ্রেপ্তারকৃত এজাজ খানকে বরভালি কোর্টে পাঠানো হবে বলেও জানিয়েছেন থানা পুলিশ।
বিগ বস-৭ এর মাধ্যমে পরিচিতি পান এজাজ খান। বেশ কিছু বলিউড ও তেলেগু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।
মন্তব্য চালু নেই