রূপচাঁদা ভুনার রেসিপি

আজকে আপনাদের জন্য থাকছে রূপচাঁদা মাছ ভুনার রেসিপি। সুস্বাদু ও পুষ্টিকর এই মাছটি আপনার খাদ্যতালিকায় থাকা মানে আপনার প্রতিদিনের পুষ্টি চাহিদার অনেকটা সম্পূর্ণ। চলুন তবে শিখে নেই-

উপকরণ : মাছ ১টা বড়, পেঁয়াজ বাটা ৩টি, আদা (বাটা) ১৫ গ্রাম, কাঁচামরিচ ৪-৫টা, শুকনা মরিচ (গুঁড়া) এক চা চামচ, পাতিলেবুর রস ২ চা চামচ, গরম মসলা আন্দাজমতো, ঘি আন্দাজ মতো, লবণ আন্দাজ মতো।

প্রণালি : মাছ ধুয়ে তাতে লবণ, পেঁয়াজ, মরিচ গুঁড়া, লেবুর রস, আদা বাটা দিয়ে মেখে রাখুন, কড়াইতে দুই টেবিল চামচ তেল দিন। তেল গরম হলে দারুচিনি দুই টুকরা দিয়ে দিন, মাখা মাছ কড়াইয়ে দিন কিছুক্ষণ পর উল্টে দিন। কাঁচামরিচ ছড়িয়ে দিন। মাছের দুদিক ভাজা হয়ে গেলে গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। ৫ মিনিট পর ঘি দিয়ে নামান।



মন্তব্য চালু নেই