প্রস্রাব দিয়ে জ্বলবে বাতি!

হ্যাঁ, জ্বালানি তৈরির এরকম আরো অনেক বিকল্প এবং টেকসই উৎস নিয়ে গবেষণা চলছে দীর্ঘদিন ধরে৷ চলুন জেনে নিই, সাত বিকল্প উৎসের কথা যা ভবিষ্যতে আমাদের জন্য জ্বালানি হতে পারে৷

আমরা প্রতিদিন যা বিসর্জন করছি তা থেকে বিকল্প জ্বালানি তৈরির পথে বিজ্ঞানীরা বেশ খানিকটা এগিয়েছেন৷ তাদের চেষ্টা সফল হলে শীঘ্রই হয়ত শরণার্থী শিবিরগুলোতে মলমূত্র দিয়ে তৈরি বিদ্যুৎ দিয়ে জ্বালানো হবে বিজলি বাতি৷ আর এভাবে একসময় আমাদের দৈহিক বর্জ্য আমাদের সবচেয়ে প্রিয় মিত্রে পরিণত হতে পারে৷ ডিডাব্লিউ



মন্তব্য চালু নেই