সম্পর্ক সুন্দর রাখতে যে ৫টি বিষয় মনে রাখা জরুরী!

আমরা সকলেই চাই নিজেদের সবচেয়ে প্রিয় সম্পর্ক যেন সব সময় সুন্দর থাকে। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক গভীর থাকে। কিন্তু তা সত্ত্বেও কেন সম্পর্কে দূরত্ব বাড়ে? কেনই বা এত অভিযোগ জমে আমাদের?

কিছু ছোট ছোট বিষয় মাথায় রাখলেই সম্পর্ক সুন্দর করে তোলা যায়। আবার এই ছোট ছোট বিষয়গুলো আমরা ভুলে যাই বলেই দূরে সরে যেতে থাকি একে অপরের।

জেনে নিন এমনই যে ৫টি বিষয় মনে রাখা জরুরী :

১।একে অপরের প্রতি নিজেদের গভীর ভালবাসার প্রতি পুর্ন বিশ্বাস।

২।একে অপরের প্রতি যত্নশীল আচরন করা এবং যে কোনও কারণে হটাত করে রেগে না যাওয়া, মনে রাখতে হবে রেগে গেলেনতো হেরে গেলেন।

৩।অন্য কারো যে কোনও ঘটনার কথা শুনে কোন বিষয়ে অযথা সন্ধেহ না করা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বেভাশ মন্তব্য করা থেকে বিরত থাকা।

৪।আপনার সঙ্গী যখন কোন একটা বিষয়ে বারবার বলতে চাচ্ছে কিন্তু আপনি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে তার কথায় মনোযোগী হতে পারছেননা, একটু কাজ থামিয়ে হলেও তার কথা মনযোগ দিয়ে শোনা নয়তো তাকে সুন্দর করে বুঝিয়ে বলা হাতের কাজ সেরেই তোমার সাথে বিস্তারিত আলাপ করতেছি।

৫। একে অপরের প্রতি প্রতি পুর্ন বিশ্বাস ধরে রাখা দুজনের যেকোনো বিষয়ে অযথা মিথ্যা কথা না বলা, ধর্মীয়,সামাজিক রীতিনীতি মেনে চলা একে অপরের পছন্দকে মূল্যায়ন করা ।এছাড়া সঙ্গীর ভালো কাজের প্রশংসা করা এবং খারাপ গুনের তিরস্কার করা থেকে বিরত থাকা।



মন্তব্য চালু নেই