মুস্তাফিজের পর এবার অসাধারণ বোলিংয়ে মুগ্ধ করলেন সোহাগ গাজী
রংপুর রাইডার্সের জয়। এই জয়ে ফের বড় ভূমিকা রাখলেন সোহাগ গাজী। বিপিএলে বোলিং করে মুগ্ধ করছেন সবাইকে। টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে রান দেয়ার ছড়াছড়ি সেখানে মিতব্যয়ী বোলিংয়ের নজির স্থাপন করেন কাটার মাস্টার মুস্তাফিজ।
সেরা ইকোনমিতে তাক লাগান তিনি। তবে এবারের বিপিএলে মুস্তাফিজের পার সোহাগ গাজী। রংপুর রাইডার্স পেয়েছে তাকে। প্রতিটি ম্যাচেই দলকে দিচ্ছেন অনেক কিছুই।
শুক্রবার রাতে কুমিল্লার বিপক্ষে পুরো ৪ ওভার বল করতে হয়নি তাকে। মাত্র দুই ওভার বল করেছেন তিনি। এখানে রান দিয়েছেন মাত্র ৭টি। উইকেট নিয়েছেন ১টি। কুমিল্লা দলের হার্টহিটার ইমরুল কায়েসকে আউট করেছেন তিনি।
গত ম্যাচে বরিশাল বুলসকে হারিয়ে দেন সোহাগ গাজী। আর এর পরের ম্যাচেও তার ণৈপুন্য প্রদর্শন। এর সুবাদে কঠিন ম্যাচে মাশরাফির কুমিল্লার বিপক্ষে জয় পেছে তার টিম।
মন্তব্য চালু নেই