কুকুরের কারণে ভারত-ইংল্যান্ড টেস্টের চা বিরতি!

চেতেশ্বর পুজারা আর কতোটা জেদী! তার চেয়ে অেনক বেশি জেদ ওই চারপেয়ে প্রাণীটার! কুকুর নামেই চেনেন ওদের। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনের চার বিরতিই দিতে হল মাঠে ঢুকে পড়া ওই কুকুরের জন্য!

বিশাখাপত্তমে বৃহস্পতিবার শুরু হয়েছে ম্যাচটি। ৫৭তম ওভার তখন। স্টুয়ার্ট ব্রড বল করছিলেন। ক্রিজে চেতেশ্বর পুজারা ও ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই সময় কুকুরটি ঢুকে পড়ে মাঠে। দুই মাঠ কর্মী তার পিছু নেন। ব্রডও যেন আবেদন জানালেন ওই কুকুরকে মাঠ ছেড়ে যেতে।

কিন্তু কার কথা কে শোনে! কুকুর এদিক-ওদিক ছুটে বেড়ায়। তার পেছনে মানুষ। একজন পায়ের জুতা খুলে হাতে নিয়ে ভয় দেখান কুকুরকে। কিন্তু তাকে আর মাঠের বাইরে নেওয়াই যায় না কিছুতে। আম্পায়াররা আর কি করবেন? ভারত তখন ২ উইকেটে ২০২ রানে। কুমার ধর্মসেনা চা বিরতির সিদ্ধান্ত দিয়ে দেন।

গত মে মাসে এই মাঠেই হয়তো এই কুকুরেরই কোনো বন্ধু ঢুকে পড়েছিল। সেদিন ছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস ও দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচ। আইপিএলের ওই ম্যাচেও কুকুরের ছোটাছুটিতে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছিল।



মন্তব্য চালু নেই