সাইফের যে খারাপ দিকটা সন্তানের মধ্যে চান না কারিনা
আর মাত্র কয়েকটা দিন। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রথম সন্তানের জন্ম দেবেন কারিনা কাপূর খান।
সম্প্রতি এক সাক্ষাত্কারে বেবোর কাছে জানতে চাওয়া হয়েছিল, সাইফের এমন কোনও নেগেটিভ কোয়ালিটি আছে কি, যেটা কারিনা তাঁদের সন্তানের মধ্যে চান না?
হাসতে হাসতে কারিনা তাঁর ‘বেচারা হাজব্যান্ড’-এর নেগেটিভ কোয়ালিটির কথা স্বীকার করেছেন। জানেন, সেটা কী?
কারিনা কুম্ভকর্ণের সঙ্গে সাইফের তুলনা করে বলেছেন, ‘সাইফ প্রচন্ড ঘুমোয়। দিনে প্রায় ১৮ ঘণ্টা অনায়াসে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে। যেটা খুব বিরক্তিকর, আর সময়ের অপচয়। আমি চাই না আমাদের সন্তান ওর মতো ঘুমিয়ে সময় নষ্ট করুক।’
মন্তব্য চালু নেই