সিঙ্গেল থাকতে চান প্যারিস হিলটন
৩৩ বছর বয়সী আমেরিকান মডেল ও অভিনেত্রী প্যারিস হিলটন তার বাকি জীবনটা একাই কাটিয়ে দিতে চান। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎ’কারে নিজের অতিত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন।
২০০৪ সালে সাবেক প্রেমিক রিক সলোমনের সঙ্গে যৌনসম্পর্কের ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পর থেকেই প্যারিস হিলটন পুরুষদের ওপর ভরসা হারিয়ে ফেলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুব অল্প বয়সেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলাম। তাই সে (রিক সলোমন) আমার ওপর খুব সহজেই প্রভাব বিস্তার করতে পেরেছিল। তাকে বিশ্বাস করে আমি ভুল পথে পা দিয়েছিলাম। এ কারণেই আমি একা থাকতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমি এখন আর কারো মুখাপেক্ষি নই। শুধু নিজেকে নিয়েই ভাবতে চাই। যদি কখনও কাউকে প্রয়োজন পরে তাকে অবশ্যই আমার বিশ্বাস অর্জন করতে হবে, সে হবে আমার সবচেয়ে কাছের বন্ধু। যার কাছে সবকিছু খুলে বলা যায়।’
এদিকে গেল অক্টোবরে দুবাইয়ে বলিউড তারকা হৃতিকের সঙ্গে তাকে ঘুড়ে বেড়াতে দেখা গিয়েছে। সেখানে তারা সারা রাত একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন। শুধু তা-ই নয়, হৃতিকের প্রেমিকা চরিত্রে বলিউডের ছবিতে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী প্যারিস।
মন্তব্য চালু নেই