কুড়িগ্রামে রাধা মাধব ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে: ‘ধর্ম যারযার রাষ্ট্র সবার’ এই শ্লোগান সামনে রেখে রাধা মাধব ফাউন্ডেশন (সনাতন ধর্মীয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান) এর উদ্যোগে কুড়িগ্রামে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী পরিকল্পিত ভাবে ধর্মীয় অনুভুতিতে আঘাতের মিথ্যা অপবাদ ও বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক হামলা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয় এ সমাবেশ থেকে।

কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন অলক সরকার, ছানালাল বকসী, কাজিউল ইসলাম,শ্যামল ভৌমিক, দুলাল বোস,মাধব চন্দ্র দাস, শংকরী ঘোষ,লিটন চক্রবর্তী প্রমুখ। পরে জেলা প্রশাসকের হাতে একটি স্মারক লিপি পেশ করে তাদের প্রতিনিধি দল।



মন্তব্য চালু নেই