সুন্দরগঞ্জে কাপাসিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন
নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫নং কাপাসিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি)’র সাধারণ নির্বাচন সু-সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জালাল উদ্দিন সরকার (লাঙ্গল) ৫ হাজার ৫শ’ ৭৮ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মন্জু মিয়া (চশমা) পেয়েছেন-২ হাজার ৩শ’ ৫৮ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মালেক জানান- শনিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ইউনিয়নটির ১০টি কেন্দ্রেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচনে চেয়ারম্যান পদে জালাল উদ্দিন সরকার বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ৩টি সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন- যথাক্রমে আছমা বেগম (মাইক), সাজেদা বেগম (মাইক) ও বুলবুলি বেগম (হেলিকপ্টার)।
এছাড়া, ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন- নাসরিন আক্তার খানম, মমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, রাজা মিয়া, মোজাম্মেল হক, হামিদুল ইসলাম, তাঁরা মিয়া, রেজাউল করিম জোতদার ও আনোয়ার হোসেন। নির্বাচন পরিচালনার জন্য নিয়োজিত রিটার্নিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক জানান-সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সু-সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শেষে কেন্দ্রে-কেন্দ্রেই নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণ ফলাফল ঘোষণা দিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদেরকে রেজাল্টশীট প্রদান করেছেন।
উল্লেখ্য, চলতি বছরে ৩য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফশীল অনুযায়ী গত ৩১ মার্চ ইউনিয়নটির সাধারণ অনুষ্ঠিত হবার কথা ছিল। মহামান্য হাই কোর্টের নিষেজ্ঞা থাকায় নির্বাচন স্থগিত ছিল। পরবর্তীতে মহামান্য হাই কোর্টের নির্দেশ মোতাবেক ঘোষিত তফশীল অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই