মেসিকে আটকাতে পেরে খুশি ব্রাজিল কোচ
পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি। তিনি কী করতে পারেন, তা অজানা নয় কারোরই। ব্যতিক্রম নন ব্রাজিলের কোচ তিতেও। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় মেসিকে নিয়ে বেশ সতর্ক ছিলেন তিনি। কারণ ব্রাজিলিয়ান এই কোচ জানতেন, মেসি জ্বলে উঠলে ব্রাজিলের দুঃখের কারণ হতে পারতো।
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে আর্জেন্টাইন সুপারস্টারকে আটকানোই ছিল তিতের প্রধান লক্ষ্য! সেটা করতে পেরে দারুণ খুশি ব্রাজিল কোচ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল মেসির সুযোগগুলো কমিয়ে আনা। তাকে বল থেকে দূরে রাখা। আর্জেন্টিনা ভালো খেলেছে। আমরা সমস্যাগুলো দূরে ঠেলে ঘুরে দাঁড়িয়েছি।’
প্রসঙ্গত, ২০১৪ সালে বেলে হরিজন্তে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির কাছে হেরেছিল, সেই মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে ‘দুঃখ’ ভুললো ব্রাজিল। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচটিতে নেইমার-পওলিনহো-কুটিনহোর গোলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
মন্তব্য চালু নেই