রাণীনগরে জানালা ভেঙ্গে লক্ষাধীক টাকার গরু চুরি
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। সোমবার দিনগত রাতে সদর ইউপি’র সিম্বা গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে ।
ওই গ্রামের মৃত আলে প্রামানিকের ছেলে গৃহকর্তা আব্দুল কাদের জানান, প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় গরুগুলোকে খাবার দিয়ে গোয়াল ঘরে রেখে দরজায় তালা দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত অনুমান আড়াইটার দিকে গরু গুলো দেখতে গিয়ে দেখি গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৩ টি গরুই চুরি করে নিয়ে গেছে।যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধীক টাকা।
এব্যাপারে রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গরু চুরির ঘটনাটি রাতেই শুনেছি । গরুগুলো উদ্ধারের জন্য বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
মন্তব্য চালু নেই