শ্রীপুরে ডাঃ রওশন আলীর স্মরণে আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরের আমতৈল মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে সোমবার বিকেলে উপজেলা পল্লী চিকিৎসক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ রওশন আলীর স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘জাতীয় তরুণ সংঘ পল্লী চিকিৎসক সমিতি’র আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ্ব ডাঃ কাজী আবুল হাসেমের সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আবদুল মজিদ, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, পল্লী চিকিৎসক সমিতির আহবায়ক ডাঃ মোঃ হারুণ অর রশিদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাহিদুজ্জামান খসরু।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই