পর্দা কাঁপাতে আসছে লাস্যময়ী সুরভিন চাওলা (ভিডিও)

সুরভিন চাওলা এখন বলিউডের অন্যতম হট সিম্বল। হেট স্টোরি-২ সিনেমাটির পর আবার তার দেখা মিলতে চলেছে অনিজ বাজমির ওয়েলকাম ব্যাক সিনেমাটিতে। এই সিনেমায় একটি আইটেম গানে দেখা যাবে লাস্যময়ী সুরভিন চাওলাকে।

জানা গেছে, আইটেম গানটিতে তার নাচের ছন্দের সঙ্গে তাল মেলাতে দেখা যাবে জন আব্রাহামকে।

হেট স্টোরি-২ সিনেমায় জয় ভানুশালির সঙ্গে সুরভিনের ‘আজ ফির তুমসে’ গানটি সিনেপ্রেমীদের মনে প্রবল উন্মাদনার সৃষ্টি করেছিল।

অন্যদিকে শুটআউট অ্যাট ওয়াডালা সিনেমায় সানি লিওনের সঙ্গে জনের আইটেম গান ‘লায়লা’ দর্শককে মাতিয়ে দিয়েছিল। এবার বলিউডের এই দুই হট তারকা একসঙ্গে কী কামাল দেখায়, সেটার অপেক্ষায় সকলে।

ভিডিও: আজ ফির তুমসে গানে সুরভিন চাওলা

ভিডিও: লায়লা গানে জন আব্রাহাম



মন্তব্য চালু নেই