জিয়ার মাজারে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের কবর জিয়ারতের জন্য জিয়ার মাজারে এসেছেন। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে সোমবার সকাল সাড়ে ১১টায় পৌঁছান তিনি।

তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত আছেন। সেখানে তারা সূরা ফাতেহা পাঠ করবেন।

সোমবার সকালে জিয়াউর রহমানের কবর ঘিরে হাজার হাজার নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা গেছে। নিরাপত্তার স্বার্থে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আ্যাডভোকেট আজম খান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ ঢাকা মহানগরের ছাত্রদল, যুবদল, ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জিয়ার মাজারে উপস্থিত আছেন।



মন্তব্য চালু নেই