নিজের অজান্তেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াচ্ছেন, এবার মোবাইল অ্যাপেই দিবে সমাধান

নিজের অজান্তেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াচ্ছেন। দিনে কতটা হাঁটবেন? কতটা খাবেন? কতটা যোগাসন করবেন? কীভাবে স্বাভাবিক রাখবেন কোলেস্টেরল, ব্লাড প্রেশার? এবার মোবাইল অ্যাপেই মুশকিল আসান করবে।

এবার বাইপাস, অ্যাঞ্জিওপ্লাস্টি ছাড়াই সুস্থ হার্ট। হার্ট ব্লকেজের কারণ জানতে পারলেই সমস্যার সমাধান। কোনও ডাক্তারি

পরীক্ষা ছাড়াই জানবেন আপনার হার্টের অবস্থা। হার্ট অ্যাটাকের মুহূর্ত যাতে কখনই না আসে, সে ব্যাপারে সাবধান হওয়ার বিশেষ সুযোগ। একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিলেই কেল্লা ফতে।

অ্যাপের নাম সারস: ওরাল ভ্যাকসিনে যেমন পোলিওমুক্তি, ঠিক তেমনই এডুকেশন ভ্যাকসিনে এবার হৃদরোগ থেকে মুক্তি। কয়েকটি সহজ প্রশ্ন।

ধূমপান করেন কি?
আপনার ওজন কত?
নিয়মিত যোগাসন করেন কি?
দিনে কতক্ষন হাঁটেন?
তেলমশলা জাতীয় খাবার, দুধ, সবজি, ফল কতটা খান?

এমনই কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সারস অ্যাপ বলে দেবে, হার্টে কি ব্লকেজ রয়েছে? থাকলে তার মাত্রা ঠিক কতটা? এখনই কি ডাক্তারের পরামর্শ প্রয়োজন?-জিনিউজ



মন্তব্য চালু নেই