সাপাহারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৩
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার তেঘরীয়া মোড়ে চার্জার ভ্যানের সাথে বাঁশ বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ও ৩জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দূর্ঘটনাটি ঘটে।
সন্ধ্যায় সাপাহার বাজার হতে যাত্রীবাহী একটি অটো ভ্যান তেঘরীয়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি বাঁশ বোঝাই ট্রলির সাথে মুখো মুখি সংঘর্ষ বাধে। এসময় যাত্রী লতিফর রহমান(৪০) ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত লতিফর উপজেলার বড়ডাঙ্গা গ্রামের হাফিজ উদ্দীনের পুত্র।
এছাড়া ওই ভ্যানের যাত্রী পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের মৃত মজির উদ্দীন এর পুত্র ফয়জুল হোসেন (৪৫), বাদ নিশ্চিন্তপুর গ্রামের মৃত জিয়ার উদ্দীন এর পুত্র হোসেন (৪৩), ও একই গ্রামের ফইমদ্দিীন এর পুত্র সোহেল (৩০) গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষনিক সাপাহার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। রিােপার্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি নিহতের লোকজন রাস্তা থেকেই নিহতের লাশ তার বাড়ি নিয়ে গেছে বলেও স্থানীয় লোকজন জানিয়েছেন।
মন্তব্য চালু নেই