র‌্যাংকিংয়েও মিরাজ-তামিমদের চমক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাপক উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

অভিষেক সিরিজের পর র‌্যাংকিংয়েও চমক দেখালেন বিস্ময় স্পিনার মেহেদী হাসান মিরাজ।

আইসিসির বোলারদের র‌্যাংকিংয়ে মিরাজের অবস্থান ৩৩-এ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেট নেয়া মিরাজের র‌্যাংকিং ছিল ৬১। তবে দ্বিতীয় টেস্টে ১২ উইকেট নেয়ার পর ২৮ ধাপ এগিয়েছেন মিরাজ।

সাকিব আল হাসান রয়েছেন ১৫ নম্বরে। তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ছিল ৭।

ব্যাটিংয়েও ভালোই উন্নতি করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন। তার অবস্থান ২০ নম্বরে।

মুমিনুল হক ২৬, সাকিব ২৭ আর অধিনায়ক মুশফিকুর রহিম ৪৫তম স্থানে রয়েছেন।

এদিকে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ২ নম্বরে অর্থাৎ আগের অবস্থানেই রয়েছেন সাকিব আল হাসান।



মন্তব্য চালু নেই