মেয়ের পায়ে শিকল বেঁধে শাস্তি মায়ের, নিরূপায় পুলিশ

রাস্তার পাশে ল্যাম্প পোস্টের পাশে দাঁড়িয়ে কাঁদছে ৮ বছরের একটি মেয়ে। নড়তে চড়তে পারছে না। কেননা পা শিকলে বাঁধা পোস্টের সঙ্গে। পথচারীরা দেখে চমকে উঠেছেন। শিকল খোলার চেষ্টা করেছেন অনেকে। কিন্তু তালা দিয়ে বন্ধ শিকল খোলা সম্ভব হয়নি। এমনকি নিরূপায় হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে পুলিশকেও।

মায়ের কাছে তার সন্তান কতটা প্রিয় তা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু কখনও কখনও এই মাকেও নিষ্ঠুর হতে দেখা যায়। সম্প্রতি এমনি একটি ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়।

জানা যায়, স্কুলে যেতে না চাওয়ার কারণেই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। স্কুলের পোশাকেই দাঁড়িয়েছিল মেয়েটি। সারা পৃথিবীতেই বাচ্চারা স্কুলে না যাওয়ার ক্ষেত্রে নানা বাহানা করে। তার জন্য শাস্তিও দেন মা-বাবা। কিন্তু এমন অভিনব শাস্তি কেউ দেখেছেন কি? শিকল মেয়েটির পায়ের সঙ্গে আটকে থাকায় পুলিশকেও অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। পরে পুলিশই উদ্যোগ নেয় মেয়েটিকে মুক্ত করার। মাকে ডেকে আনা হয়। তারপরই পা থেকে শিকল খোলা হয় মেয়েটির। এর আগেও মেয়েটিকে এরকম শাস্তি দেওয়া হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ পুলিশ সতর্ক করেছেন মেয়েটির মাকে।



মন্তব্য চালু নেই