এই ফাতিমা আসলে কে?

সেই বাচ্চা মেয়েটিকে কারোর মনে আছে কি? কমল হাসান আর টাব্বু অভিনীত কমেডি ছবি ‘চাচি ৪২০’। সেই ছবিতে ‘ভারতী রতন’ বলে ছোট্ট এক দুষ্টু মেয়ে ছিল। ভারতী রতন ছিল কমল হাসান আর টাব্বুর মেয়ে। সেদিনের সেই ছোট্ট মেয়েটিই আজকে দঙ্গলে আমিরের ‘মেয়ে’! ফাতিমা সানা শেইখ। আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিতে ফাতিমাকে দেখা যাবে আমিরের মেয়ের ভূমিকায় অভিনয় করতে। ছবিতে ফাতিমার নাম গীতা ফোগত।
১৯৯৭ সালে মু্ক্তি পেয়েছিল ‘চাচি ৪২০’। ছবিতে কমল হাসান আর টাবু সেপারেটেড ছিল। তাদের মধ্যে একমাত্র কানেকশন ছিল তাদের মেয়ে ‘ভারতী’। সেদিনের ছোট্ট ফাতিমা আজকে অনেক বড়। ভারতী’র দুষ্টু বাচ্চার রোল পেরিয়ে এখন সে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগীরের ভূমিকায়। এর আগে তাকে ২০০১-এ শাহরুখের ছবি ‘ওয়ান টু কা ফোর’-এ একটি গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করতে দেখা যায়।

































মন্তব্য চালু নেই